তাহিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ : অভিযানে শতাধিক স্থাপনা ভাংচুর

SAM_3123 copy কামাল হোসেন,তাহিরপুরঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে ভ্রাম্যামান আদালত। গতকাল শনিবার দুপুর দেড়টার সময় বাদাঘাট বাজারের পুরাতন মোরগ বাজার ও কাঠ পট্রি নামক স্থানে ভ্রাম্যামন আদালতের মাধ্যমে তাহিরপুর থানা পুলিশের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেন র্নিবাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনা (ভূমি) তাহিরপুর প্রভাংশু পোম মহান। জানাযায়, র্দীঘদিন যাবৎ বাদাঘাট বাজারের পুরাতন মোরগ বাজার ও কাঠপট্রি SAM_3122 copyনামক স্থানে রাস্তা দখল করে অবৈধভাবে প্রায় শতাধিক আধাপাকা ও পাকা স্থাপনা তৈরি করে ব্যবসা চালিয়ে যাওয়া এসব স্থাপনা উচ্ছেদ অভিযানে ভাংচুর করে হয়। এসময় উপস্থিতি ছিলেন, সারবেয়ার সাইফুল, অফিস সহকারী সঞ্জয় রায়, সাংবাদিক কামাল হোসেন,বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, এসআই সামিউল, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, বাদাঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুনাব আলী প্রমুখ। এব্যপারে র্নিবাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনা (ভূমি) তাহিরপুর প্রভাংশু পোম মহান বলেন, বাজার ফেরীফেরী করার সময় জনগন চলাচলে জন্য যে রাস্তর করাহয় তা এর মধ্যে পরেছে। তাই এই উচ্ছেদ অভিযান করা হচ্ছে।