বালাগঞ্জে মান্না আইটির সনদ বিতরনী অনুষ্টানে বক্তারা : বিশ্বায়নের যুগে ভোকেশনাল শিক্ষার গুরুত্ব অপরিসীম

Balagonjবালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জে মান্না আইটি ইনষ্টিটিউটের জুলাই-ডিসেম্বর ২০১৩ সেশনের উর্ত্তীর্ন শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরনী অনুষ্টানে বক্তারা বলেছেন, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগীতায় ঠিকে থাকতে হলে আমাদের কারিগরী শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। বিশ্বায়নের যুগে ভোকেশনাল শিক্ষার গুরুত্ব অপরিসীম। বক্তারা প্রতিষ্টানের ভুয়সী প্রসংশা করে বলেন, বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড অনুমদিত বালাগঞ্জ উপজেলার একমাত্র শিক্ষা প্রতিষ্টান হিসেবে মান্না আইটি ইনষ্টিটিউট যথেষ্ট সুনাম ও দক্ষতার সহিত পরিচালিত হয়ে আসছে। এতে করে এ অঞ্চলের শিক্ষার্থীরা শহরে না গিয়েও তাদের দোরগোড়ায় থেকে কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলার সুযোগ পাচ্ছে। শ্রম বাজারে দক্ষ জন শক্তির প্রয়োজন উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমান বিশ্বের শ্রম বাজারে দক্ষ জন শক্তির খুবই কদর রয়েছে । আমাদের দেশের লোকজন প্রযুক্তিতে দক্ষ না থাকায় বিদেশে গিয়ে তাদেরকে হাড় খাটুনী পরিশ্রম করতে হচ্ছে। মান্না আইটি ইনষ্টিটিউটের প্রতিষ্টাতা অধ্যক্ষ ও পরিচালক সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল সকাল সাড়ে ১১ টায় তাজপুর প্রাইমারী স্কুলে আয়োজিত অনুষ্টানে বক্তারা এসব কথা বলেন। উপজেলা মুক্ত স্কাউটের সভাপতি ও মান্না আইটির শিক্ষার্থী জাহিদুল আম্বিয়া কার্জনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আজগর। বিশেষ অতিথির বক্তৃতাা করেন, পুর্ব পৈলন পুর ইউপি’র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও: আশিকুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বালাগঞ্জ উপজেলার শাখার সভাপতি সাংবাদিক শামীম আহমদ, সাংবাদিক এস এম রেফুল, বালাগঞ্জ সদর ইউপি’র কাজী সিরাজুল হক, শিক্ষক আবু মুসা, আব্দুল নুর, আব্দুস শহিদ প্রমুখ।