কানাইঘাট সীমান্ত এলাকায় ৫০ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেফতার

Madokকানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকার সুরাইঘাট বাদশা বাজারে এক অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ বাবুল আহমদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঐ এলাকায় টহলরত থানার এ.এস.আই মস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ সীমান্তের বাদশা বাজারে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ৭৭৫ এম.এল ১০ বোতল এবং ১৮০ এম.এল ৪০ বোতল অফিসার্স চয়েস মদসহ সীমান্তের সোনাতনপুঞ্জি গ্রামের বাবুল আহমদ কে পুুলিশ গ্রেফতার করে। অভিযানের সময় বাবুল আহমদের সহযোগী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী একই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র আজই মিয়া (৩৮) এবং বড়বন্দ ৪র্থ খন্ড গ্রামের আব্দুস সালামের পুত্র ফয়েজ আহমদ পালিয়ে যায়। এদের মধ্যে ফয়েজ আহমদ ও আজই মিয়া ও তার পুত্রদের বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানার এ.এস.আই মোস্তফা কামাল বাদী হয়ে গ্রেফতারকৃত বাবুল আহমদসহ এ তিন জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। থানার মামলা নং- ২১, তাং- ২৫/০৪/২০১৪ইং।