এসএসসি পরীক্ষার্থী শাওন হত্যকারী ডন কারাগারে

to prisonসুরমা টাইমস রিপোর্টঃ সিলেটে আগুন দিয়ে এসএসসি পরীক্ষার্থীকে পুড়িয়ে মারার মামলার প্রধান আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মামলার প্রধান আসামী মো. হাসান ওরফে ডন হাসান সিলেট মহানগর মুখ্য হাকিম জহুরুল গনী চৌধুরীর আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ২২ মার্চ নগরীর মেডিকেল কলোনী এলাকায় আল রাইয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী এহতেশামুল হক শাওনকে (১৭) এলোপাতাড়ি ছুরিকাঘাত করে শরীরে পেট্রোল ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৪ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শাওন।
এ ঘটনায় শাওনের বাবা এনামুল হক সোহাগ ৭ জনকে আসামী করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে হাসান পলাতক ছিলো।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রহমত উল্লাহ জানান, মামলার ৪ আসামীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা এখন জেলহাজতে রয়েছে। বৃহস্পতিবার প্রধান আসামী হাসান আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।