ইয়াতিম শিশুদের নিয়ে সিলেট মহানগর জামায়াতের ইফতার মাহফিল

মাহে রমজান ধনী-দরিদ্রের বৈষম্য দুর করে অসহায় মানুষের কল্যানে কাজ করার শিক্ষা দেয় : এডভোকেট জুবায়ের

Sylhet City Jamat Jubayer- 01-07-14বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি অর্জনের মাস। রমজান সমাজের ধনী-দরিদ্রের বৈষম্য দুর করে অসহায় মানুষের কল্যানে কাজ করার শিক্ষা দেয়। তাই মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে আর্তমানবতার কল্যানে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। শোষনবিহীন দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে পবিত্র মাহে রমজান মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য রহমত স্বরুপ। সিয়ামের এই মাস থেকে শিক্ষা নিয়ে সমাজের অনাথ ও অবহেলিত শিশুদের কল্যানে সরকার ও বিত্তবানদের কর্মতৎপরতা বৃদ্ধি করতে হবে।
তিনি গতকাল মঙ্গলবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ইয়াতিম শিশুদের সাথে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মহানগর সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, অফিস সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক নুরুল ইসলাম বাবুল, ১নং থানা আমীর মুফতী আলী হায়দার ও সেক্রেটারী ক্বারী আলাউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি