কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের নেতৃবৃন্দের বার্ষিক কনভেনশন
সুরমা টাইমস ডেস্কঃ গতকাল সেন্ট্রেল লন্ডনে অনুষ্ঠিত কনজারভেটিভ পার্টির বর্ষিক কনভেনশনে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কনভেনশনে প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরুন কী নোট স্পিকার হিসাবে বক্তব্য রাখেন। কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মেহফুজ আহমেদ এবং কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের অনারারি ভাইস প্রেসিডেন্ট ও টিম ২০১৫ এর কো অর্ডিনেটর এনামুল হক চৌধুরী বার্ষিক কনভেনশনে প্রতিনিধিত্ব করেন। মুলত ২০১৫ সালের সাধারন নির্বাচন ও আগামী কাউন্সিল ইলেকশনকে গুরুত্ব দিয়ে ফ্রেন্ডস অব বাংলাদেশ খুবই আন্তরিকভাবে কাজ করছে। এরইমধ্যে ব্রিটেনের বিভিন্ন শহরে শাখা তৈরি করে ঐ লক্ষ্যে কাজ করে যাচ্ছে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ। বিশেষ করে ৪০/৪০ সিটে বিজয় ছিনিয়ে আনার জন্য তারা ক্যাম্পেইন করে যাচ্ছেন। পার্টি চেয়ারম্যান গ্রান্ট শেপ এমপি এজন্য ফ্রেন্ডস অব বাংলাদেশের ভুয়শী প্রশংসা করেন। তিনি ডেভিড ক্যামেরুনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ভবিষ্যতে আরও বেশী ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটিকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় তারও আশ্বাস দেন তিনি। এজন্য তিনি দলের পক্ষ থেকে ও প্রাইম মিনিস্টারের পক্ষ থেকেও চেষ্টা করে যাওয়ার আশ্বাস দেন। বাংলাদেশী ব্যবসায়িদের নিয়ে আগামী দুই মাসের ভিতর কনজারভেটিভ বিজনেস ক্লাব গঠন করা হবে। এ ক্লাব বিভিন্ন সামাজিক পরকল্পে সাহায্য করবে। ইতোমধ্যেই শাপলা প্রকল্পের মাধ্যমে সাহায্য দেয়া হচ্ছে। এ ক্লাবের মাধ্যমে বাংলাদেশী ব্যবসায়ীদের এদেশের মেইনস্ট্রীম ব্যবসায়ীদের সাথে লিংক করে দেয়া হবে। পলিসিমেকারদের সাংযোগ স্থাপন করা হবে। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং তারা কিভাবে আরও এগুতে পারেন সেব্যাপারে মেইনস্ট্রীম ব্যবসায়ীদের পরামর্শ নেয়া হবে। সমন্বিতভাবে বিভিন্ন দেশে বিনিয়োগ বিশেষ করে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুুতে এরা কাজ করবে। কনভেনশনে আরও বক্তব্য রাখেন কনভেনশন চেয়ারম্যান এমা পিডিং, কনজারভেটিভ চেয়ারম্যান গ্রান্ট শেপস্ এমপি, পেনশন ও ওয়েলফেয়ার সেক্রেটারি ইয়ান ডানকান স্মিথ এমপি, কমিউনিটি সেক্রেটারি এরিক পিকল এমপি, হোম সেক্রেটারি থেরেসা মে এমপি প্রমুখ।