প্রকাশিত হলো সন্দীপনের সপ্তম একক বন্ধু পরবাসী

DSC_0003সুরমা টাইমস বিনোদনঃ জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হলো জনপ্রিয় সঙ্গীতশিল্পী সন্দীপনের একক অ্যালবাম বন্ধু পরবাসী। সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন খ্যাতিমান সংগীত শিল্পী সুবীর নন্দী, রাশেদ উদ্দিন তপু, সুমন কল্যান, বাসু দেব, সুমন কুমার সাহা, নাট্যভিনেতা শংকর সাঁওজাল জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া। বাংলা নববর্ষকে ঘিরে প্রকাশিত হওয়া অ্যালবামে রযেছে ফোক ধাঁচের ৮টি গান। গান গুলোর শিরোণাম হলো – একবার দাড়াও বন্ধু, কি জ্বালা দিগ্যালা মোরে, মধু কই কই বিষ, ‘পরান বন্ধুরে, চাঁদের কনা, আগুন পাইলে লোহা, সোনা বন্ধু তুই আমারে অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন কলকাতার সঙ্গীত পরিচালক কৌস্তভ সেন বরাট। ৫টি গানের কথা ও সুর গুলো করেছেন -লোককবি আব্দুল গফুর হালী, আস্কর আলী পন্ডিত, কবিয়াল রমেশ শীল, আবদুর রশীদ, মো. রমিজ আলী প্রমুখের লেখা গান রয়েছে বন্ধু পরবাসীতে। তিনটি প্রচলিত কথার ১টি গানের সুর করেছেন বাসু দেব। অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা লোককবি আব্দুল গফুর হালী ও তিনটি প্রচলিত কথার গান রয়েছে। বন্ধু পরবাসী অ্যালবামটি পৃষ্টপোষকতা করেছে পেপসি। উল্লেখ্য, দু বছরেরও বেশি সময় পর লোকগান নিয়ে সন্দীপনের নতুন অ্যালবাম প্রকাশিত হচ্ছে। বন্ধু পরবাসী সন্দীপনের সপ্তম একক অ্যালবাম। তার প্রথম একক অ্যালবাম সোনাবন্ধু প্রকাশিত হয়েছিল ২০০৪ সালে। এরপর একে একে প্রকাশিত হয় সোনার মেডেল (২০০৫), ট্রিবিউিট টু এসডি বর্মণ অ্যান্ড আরডি বর্মণ (২০০৬), আয় প্রাণের উৎসবে (২০০৮), চান মুখে মধুর হাসি (২০১০) এবং ভাবের ঘরে (২০১১)।