খাজাঞ্চী সমাজকল্যাণ পরিষদের তাফসীর মাহফিল

আল-কুরআনের সমাজ গঠনের বিকল্প নেই : মাওলানা মুজাহিদুল ইসলাম

22.03.14তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকী বলেছেন, আজ সারা বিশ্বে অশান্তি বিরাজ করছে। ইহুদিদের হাতে নির্যাতিত হচ্ছেন মুসলমানরা। তাই শান্তিপূর্ণ, সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে আল-কুরআনের বিকল্প নেই। আর এ ক্ষেত্রে যুব সমাজকেই অগ্রনি ভূমিকা পালন করতে হবে।তিনি গত শুক্রবার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী রেলওয়ে ষ্টেশন মাঠে ইসলামী সমাজকল্যাণ পরিষদ খাজাঞ্চীর উদ্যোগে অনুষ্ঠিত ৪র্থ তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলে।
খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। সমাজ কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় মাহফিলে তাফসীর পেশ করেন, গোবিন্দগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম আল মাদানী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান, কামাল বাজার আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুস ছালাম ছালেহী, বাওনপুর জামে মসজিদের ইমাম মাওলানা সামছুল ইসলাম। মাহফিলে পরিষদের ২০১৪-২০১৫ সালের বাজেট পেশ করেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট পল¬ী বিদ্যুৎ সমিতির পরিচালক ফজলুর রহমান ফজলু। মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফয়ছল আহমদ চৌবদার ও তানভির আহমদ। ইসলামী সংগীত পরিবেশন করেন রহমত আলী।