বিশ্বনাথে জানাইয়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন
আজকের শিশু আগামী দিনে রাষ্ঠ্র পরিচালক হতে পারে
.. মো. গৌছ খান
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. গৌছ খান বলেছেন, অভিভাবক শিক্ষক শিক্ষিকা সচেতনভাবে শিশুদের প্রতি সহনশীল মূলক পাঠদানে সহায়তা প্রদান করলে শিশুরা ভাল শিক্ষা গ্রহন করে রাষ্ট্র পরিচালনা অথবা বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করা সম্ভব। তাই ছেলে-মেয়ের লেখা পড়ার প্রতি অভিভাবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি গতকাল শনিবার উপজেলার জানাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষানুরাগী আব্দুল জলিল জালালের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমর চন্দ্র দাস এবং নাছরিন সুলতানার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশী কান্ত পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নূরউদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) বজলুর রহমান, ইউপি সদস্য নূরুল হক, পল্লী বিদ্যুতের পরিচালক অজিত পাল, সাবেক শিক্ষক আব্দুল বাছিত, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম শফিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বীথি রানী দে, পিয়ারা খানম, ঝুমু বণিক, সুমি দাস পাপড়ি, জবেদা বেগম, শিক্ষানুরাগী আমির আলী, বাবুল মিয়া, অকিল পাল, জাহির আলী, মকদ্দছ আলী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।