নিখোঁজের আজ ৪০ মাস : তবুও ফিরে আসার প্রতিক্ষায়

elias-ali-familyসুরমা টাইমস ডেস্কঃ বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের ৪০ মাস পেরিয়ে গেলেও এখনও তাঁর ফেরার প্রতিক্ষায় প্রহর গুনছেন সিলেটের বিশ্বনাথবাসী। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। দলমত নির্বিশেষে সব বয়সের নারী-পুরুষ আশায় বুক বেঁধে বসে আছেন তাদের চিরচেনা সেই প্রিয় মানুষটি আবার তাদের মাঝে ফিরে আসবেন। সিলেট ২ আসনের সাবেক সাংসদ ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার বিষয়টি মানতে নারাজ অনেকেই। বাস্তব যতই নির্মম হউক তবুও যে সত্য তিনি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পর থেকে নেতাকর্মী,সমর্থক, শুভাকাংখিসহ সাধারন মানুষ মানষিক ভাবে ভেঙ্গে পড়েছেন। অনেকেই মসজিদ মন্দিরে করছেন বিশেষ প্রার্থনা। কেউ কেউ পীর ফকিরের বাড়ীতে ধরনা দিচ্ছেন। পীর ফকিরের উক্তি অনুযায়ী অনেকেই জোর গলায় বলছেন ইলিয়াস আলী বেঁচে আছেন। তিনি শীঘ্রই ফিরে আসবেন আমাদের মাঝে। ইলিয়াস আলীকে নিয়ে মানুষের মুখে মুখে নানা জল্পনা কল্পনা চলছে। ইলিয়াস আলী আবার জীবিত অবস্থায় ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা তাঁর জন্মস্থান বিশ্বনাথবাসীর। নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে এখনও সবত্রই চলছে আলোচনা-সমালোচনা। দলীয় কর্মী ও সাধারণ মানুষের একটাই দাবি ইলিয়াস আলীকে চাই। এদিকে,বুক ভরা আশা নিয়ে এখনও ছেলের অপেক্ষায় আছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর মাতা সূর্য্যবান বিবি (৮৩)। আগের মত কান্নায় ভেঙ্গে পড়লেও চোঁখ দিয়ে পানি আসছে না। ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোঁখের পানি শুকিয়ে গেছে। তারপর ছেলের জন্য অপেক্ষার প্রহর গুণছেন। কবে ঘরে আসবে আদরের ছেলে ইলিয়াস আলী। সূর্যবান বিবির চার ছেলে ও দুই মেয়ের মধ্যে ইলিয়াস আলী চর্তুথ। ছেলেদের মধ্যে ইলিয়াস আলী দ্বিতীয়। তিনি ছিলেন সূর্যবান বিবির আদরের ধন। ইলিয়াস আলীও মাকে খুব ভাল বাসতেন। রাজনীতির কারনে ব্যস্ত থাকলেও সময়ে খোঁজ নিতেন মাতা সূর্যবান বিবির। সুযোগ পেলে ছুটে যেতেন গ্রামের বাড়ির সিলেটের বিশ্বনাথে রামধানায়। সর্ব শেষ ২০১২ সালের ১৬ এপ্রিল বাড়িতে গিয়েছিলেন ইলিয়াস আলী। প্রতিবার বাড়িতে গেলে বিদায় বেলায় সূর্যবান বিবি তাকে আদার করেন,মাথায় হাত বুলিয়ে দেন। কিন্তু শেষবার ইলিয়াস আলীকে সেভাবে বিদায় দিতে পারেননি তিনি। এ দিনটি ঘটে সেই দুঃস্বপ্নের ঘটনাটা। তাই ১৭ তারিখটা যেন বিভাষিকাময় হয়ে গেছে সূর্যবান বিবির কাছে। কারণ, গত ১৭ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন তার আদরের ছেলে বিএনপি নেতা ইলিয়াস আলী। কবে শেষ হবে ইলিয়াস আলীর মায়ের প্রতিক্ষার প্রহর? ঘরে বসে পথ পানে নির্বাক চেয়ে থাকা? ইলিয়াস আলীর স্নেহময়ী মায়ের মুখে কখন ফুটবে হাসি? নিখোঁজের ৪০ মাস “নিখোঁজ রহস্যে”র কুলকিনার না হওয়ায় একেবারেই ভেঙ্গে পড়েছেন ইলিয়াস আলীর মা সূর্যবান বিবি। উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন বলেন, আমাদের নেতাকে ফিরেয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হামলা মামলা দিয়ে আন্দোলন দমন করা যাবে না। আমাদের বিশ্বাস তিনি জীবিত আছেন এবং বীরের বেশে আবারও আসবেন।