তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার সমালোচনা

Journalist Probirসুরমা টাইমস ডেস্কঃ তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (১) ধারায় দায়ের করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনটির এই ধারা নিয়ে চলছে সমালোচনা। সাপ্তাহিক এর সম্পাদক গোলাম মোর্তোজা তার ফেসবুক ওয়ালে লিখেছেন,
‘প্রথম দিন থেকে এই ৫৭ ধারার বিরুদ্ধে কথা বলেছি, লিখেছি। সেদিন ৫৭ ধারার সম্মিলিত বিরোধীতা হলে, আজ হয়ত প্রবীর সিকদারদের এই আইনে আক্রান্ত হতে হতো না। একথাও ঠিক যে, সরকার চাইলে যে কাউকে যে কোনো আইনে বা বেআইনিভাবেও শায়েস্তা করতে পারে। বহু নজির আছে। অন্ধ দলদাস মানসিকতায় নায্য প্রতিবাদ করা ভুলে যাওয়া একটি জাতিতে পরিণত হচ্ছি আমরা।’

বেলাল আহমেদ নামে একজন লিখেছেন,
‘৫৭ ধারা যখন পাশ হয় তখন এর বিপক্ষে দাঁড়ালে সরকার রাগ করতে পারে তাই কোন আওয়ামী লীগার এর বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ায় নাই। তারা ভাবছে এই আইন শুধু নাস্তিকদের ধরবে আর যারা সরকারকে গালি দেবে তাদের ধরবে। আশা করি এখন আপনাদের ঘুম ভেঙেছে। আওয়াজ তুলুন কালো আইন ৫৭ ধারার বিরুদ্ধে।’

মলয় দাস নামে একজন লিখেছেন,
‘৫৭ ধারা জয়যুক্ত হয়েছে, ৫৭ ধারা জয়যুক্ত হয়েছে, ৫৭ ধারা জয়যুক্ত হয়েছে।’
মহিন উদ্দিন মোহন লিখেছেন,
‘৫৭ ধারা তুমি বাঁশেরকেল্লা দেখনা, ৫৭ ধারা তুমি জেড ফোর্স দেখনা, ৫৭ ধারা বিএনপি জামাতের মিথ্যাচার দেখনা। এবার ৫৭ ধারা প্রয়োগ করা হলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সাংবাদিক প্রবীর সিকদার ভাইয়ের উপর!! উনার অপরাধ উনি উনার ফেসবুক পৃষ্ঠায় ফরিদপুরের রাজাকার(মূসা বিন শমসের)এর মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি করেছেন। প্রবীর ভাইয়ের শর্তহীন মুক্তি চাই।’