ব্রাকের উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ব্রাকের উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরনী কুমার চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্রাকের সোশ্যাল কমিউনিকেটর ও নিরাপদ সড়ক কর্মসূচির সিলেট অঞ্চলের কর্মকর্তা জিএম রেজা সুমন, ব্রাকের যোগাযোগ কর্মি কল্যাণব্রত চাকলাদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মো. শাহজাহান মিয়া, তাসলিমা সুলতানা, রাশেদ আহমদ, নেপাল দেবনাথ প্রমুখ। এদিকে বুধবার ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়েও কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাসনা গুপ্ত। অনুষ্ঠানে ব্রাকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।