নবীগঞ্জে হাঁস খামারির উপর দিন দুপুরে হামলা : আহত ৬
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জের পূর্ব বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাইর গ্রামে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে একদল দূর্বৃত্ত। আহতরা ওই গ্রামের মৃত ননী দাশের পুত্র আবু দাশ (৩৫),মৃত আফতাব মিয়ার পুত্র সমসু মিয়া(৩৫)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে। অপর আহত একই গ্রামের ওয়ারিস উলাহার পুত্র আক্তার হোসেন (২৮)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে ও স্থানীয় ভাবে আরো কয়েক জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানায়,নবীগঞ্জ উপজেলার সিমান্তবর্তী বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের দেলোয়ার আলীর পুত্র রহমত আলী, সালাম ও শওকত আলীর পুত্র জিবন, রতন সহ একদল লোক আহত ব্যক্তি সমছু মিয়া ও তাদের ৫ জনের যৌথ একটি হাসের খামারের প্রায় ১হাজার হাঁস গতকাল উল্লেখিত সময়ে আমড়াখাইর গ্রামের পাশ্ববর্তী খৈয়ারবন্দ হাওর থেকে জোর পূর্বক ছিনিয়ে নেওয়ার সময় বাধাঁ প্রদান করলে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের গুরতর আহত করা হয়। ইতিপূর্বে প্রায় ৩ হাজার খামারের হাঁস ওই প্রভাবশালী দূর্বৃত্তরা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ওই দুই এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।