মানুষের অধিকার নিশ্চিত করতে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানগুলো প্রতিশ্রুতিবদ্ধ : মোঃ শহিদুল ইসলাম

D.C. Photo-17-6-15সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশ একটি উন্নয়ন সম্ভাবনাময় প্রগতিশীল দেশ। এদেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানগুলো প্রতিশ্রুতিবদ্ধ। গ্রামীণ জনগোষ্ঠীকে তাদের সেবা সম্পর্কে সচেতন করতে এবং স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ডে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি গত মঙ্গলবার বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়ার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হতদরিদ্র জনগোষ্ঠীর অধিকার ও সুশাসন সুরক্ষিতকরণ শীর্ষ প্রকল্প পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আইডিয়ার নির্বাহী পরিচালক মোঃ নজমূল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবেরা আক্তার। সিলেট সদর উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন এনজিও ফোরামের আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুজ্জামান খান ও আইডিয়ার প্রজেক্ট অফিসার রাহুল সূত্রধর। বিজ্ঞপ্তি