বালাগঞ্জে একই রাতে দু’টি ব্যবসা প্রতিষ্টানে চুরি

বালাগঞ্জ সংবাদদাতাঃ বালাগঞ্জে একই রাতে পাশাপাশি দু’টি ব্যবসা প্রতিষ্টানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। চুরেরা দু’টি দোকানের ভেন্ডিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মোবাইল কার্ড মুল্যবান মালামাল সহ নগদ টাকা নিয়ে যায়। চুরি হওয়া মালামাল সহ টাকার পরিমান প্রায় দুই লক্ষ টাকার মত হবে। দোকান চুরির সাথে জড়িত থাকায় গতকাল সকালে রাজেন্দ্র দে রাজন নামে এক চুরকে আটক করেছে বালাগঞ্জ থানার পুলিশ। সে চাঁন পুর গ্রামের ব্রজবাসী দের ছেলে। বালাগঞ্জ থানার পুলিশ ও দোকান মালিকরা জানান, বুধবার দিবাগত রাতের যে কোন এক সময় চুরেরা বালাগঞ্জ বাস স্টেশন সংলগ্ন দৈনিক সমকাল ও দৈনিক উত্তর-পুর্ব পত্রিকার বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক রজত দাস ভুলনের মালিকানাধীন শুভম ষ্টোর এন্ড ø্যাকস্ এর ভেন্ডিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রায় ৮০ হাজার টাকার মোবাইল কার্ড সিগারেট ও অন্যান্য মালামালসহ দোকানের ক্যাশ বাক্সে রাখা নগদ প্রায় ৫৫ হাজার টাকা নিয়ে যায়। একই সময়ে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তুহিন মনসুরের মালিকানাধীন মেসার্স আরবী পেট্রোলিয়ামে ও একই কায়দায় দোকানের ভিতর প্রবেশ করে ক্যাশ থেকে প্রায় ৪৫ হাজার টাকা নিয়ে যায়। পুলিশেরর হাতে আটক হওয়া চুর রাজেন্দ্র দোকান চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করে বলেছে, বালাগঞ্জের চিহ্নিত চুর ও একাধিক চুরির মামলা আসামী রাজা, মুন্না, নোমান ও সাজন নামে আরও এক পিচ্ছি চুর তার সাথে ছিল। বালাগঞ্জ থানার ওসি অকিল উদ্দিন আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অন্যান্য চুরদের ও গ্রেফতারের চেষ্টা চলছে।