নগরীতে পিপলস জেনারেল ইনফরমেশন সেন্টারের উদ্বোধন

নগরীকে অপরাধমুক্ত রাখতে পিপলস ইনফরমেশন সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
——-মেয়র আরিফুল হক চৌধুরী

Mayor Pic-11.9.14-1সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, পূণ্যভূমি সিলেটকে অপরাধমুক্ত রাখতে পিপলস ইনফরমেশন সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নগরীর বাসাবাড়ির কাজের লোক, দোকানের কর্মচারী এবং ভাড়াটিয়া লোকজনের সকল তথ্য সংরক্ষণ করে রাখা মালিকদের জন্য অতীব জরুরী। তিনি বলেন, নগরীতে চুরি, ডাকাতি, ছোটখাট অপরাধ, দুর করতে এবং নিজেদের কর্মচারী ও গাড়ি চালকের ডাটাবেজ এ তথ্য কেন্দ্রে লিপিবদ্ধ করে রাখলে মালিকরা অনেকটা নিরাপদে থাকতে পারবেন। এ জন্য তিনি এ কেন্দ্রের উদ্যোক্তাকে ধন্যবাদ জানান।
মেয়র গতকাল বৃহস্পতিবার নগরীর উপশহরে পিপলস জেনারেল ইনফরমেশন সেন্টার এর উদ্বোধন এবং প্রতিষ্ঠানের কার্যক্রমের আলোকে ‘ডুবন্তের চিৎকার’-গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। প্রবীণ আইনজীবি ও মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ আশরাফ হোসেনের সভাপতিত্বে এবং রুহেল আহমদ-এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিপলস জেনারেল ইনফরমেশন সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আনিসুল ইসলাম চৌধুরী। মাওলানা জহিরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি সামছুল ইসলাম ছালিক, জেলা মানবাধিকার কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ আহমদ, বিশিষ্ট মুরব্বী ইমরান চৌধুরী, আজিজ চৌধুরী, প্রতিষ্ঠানের সার্ভিসেস অফিসার জাহেদ আহমদ, রাহাত বিন আব্দুল কুদ্দুস, শাহনাজ চৌধুরী, তাছমিনা আক্তার, সাইদুল ইসলাম রেজা প্রমুখ। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ‘ডুবন্তের চিৎকার’ গ্রন্থের লেখক আনিসুল হক চৌধুরী গ্রন্থ লিখার সময় অনাকাংখিত ঘটনার তার ছোট মেয়ের অকাল মৃত্যুতে মেয়র আরিফুল হক চৌধুরী গভীর সমবেদনা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি