সিলেট নগরী চৈত্রের প্রচন্ড খরতাপে স্বস্তির বৃষ্টিতে ভিজলো

1ডেস্ক রিপোর্ট :: চৈত্রের প্রচন্ড খরতাপে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠেছিল। দাবদাহের অসহনীয় উত্তাপে জীবনযাত্রা ছিল কষ্টের। তবে টানা কয়েকদিনের খরতাপের পর এক পশলা স্বস্তির বৃষ্টিতে ভিজেছে সিলেট নগরী।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে আকাশ কালো হয়ে ওঠে; ভরে যায় কালো মেঘে। তারপর ঝুম বৃষ্টি শুরু হয় নগরীজুড়ে।

বৃষ্টির সঙ্গে পাল­া দিয়ে দমকা হাওয়ার তোড়ও বইতে থাকে।

স্বস্তির এই এক পশলা বৃষ্টিতে প্রচন্ড গরমের আঁচে ওষ্ঠাগত সাধারণ মানুষ এই বৃষ্টিতে স্বস্থি প্রকাশ করছেন। তবে হঠাৎ এই বৃষ্টিতে ফুটপাতের হকার এবং রিকশাচালকরা কিছুটা বিপাকেই পড়েছেন।