ছাতকে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা
ছাতক প্রতিনিধিঃ ছাতকের পল্লীতে আমির হোসেন (২৫) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে নিজ কক্ষের তীরের সাথে গলায় দড়ি পেছিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। সে উপজেলার জাউয়া ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের মৃত ছুরত আলীর পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে ছাতক থানায় ইউডি মামলা রুজু করা হয়।