ইতালির রোমে কুমিল্লা জেলা সমিতির নব কার্যকরী কমিটি গঠিত
নাজমুল হোসেন,ইতালি থেকেঃ কুমিল্লা জেলা সমিতিকে সুসংগঠিত করে ইতালীস্থ কুমিল্লা জেলা প্রবাসীদের কল্যানে কাজ করা অঙ্গীকার নিয়ে কুমিল্লা জেলা সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।গতকাল রাত ৯ টায় স্পাইস অব ইন্ডিয়া রেষ্টুরেন্টে সমিতির আহ্বায়ক শাহ আলম এর সভাপতিত্বে এবং ফয়েজ উল্লাহ মজুমদার এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি দিদারুল আবেদীন, কুমিল্লা জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি দ্বীন মোহাম্মদ, সাবেক সাধারন সম্পাদক আবুল খায়ের পাঠান, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবু তাহের, কুমিল্লা জেলা সমিতির সাবেক উপদেষ্টা মোস্তাফিজুর রহমান মিন্টু, বিভাগ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হেদাতুল ইসলাম, কুমিল্লা সিটি ক্লাবের সভাপতি ইব্রাহীম খলীল, সাধারন সম্পাদক আলমগীর আনোয়ার আলম, যুগ্ম সাধারন সম্পাদক জামাল হোসেন, মাসুদ পারভেজ, গিয়াস উদ্দিন, খোনকন, মনির হোসেন, চাঁদপুর সমিতির সভাপতি নাসির উদ্দিন মানিক, বৃহত্তর কুমিল্লা সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও সুজন মিয়া সেলিম প্রমুখ। এসময় ৭ সদস্য বিশিষ্ট একটি সিলেকশন বোর্ড গঠন করে। সিলেকশন বোর্ড জেলা সমিতির পূর্নাঙ্গ কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া নেয়।
তারা ফখরুল ইসলামকে সভাপতি, আবুল খায়ের পাঠানকে সিনিয়র সহ সভাপতি, সৈয়দ মইনুল আলম খোকনকে সাধারন সম্পাদক, ফয়েজ উল্লাহ মজুমদারকে সহ সাধারন সম্পাদক এবং কাজী আবুল বাশারকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করে কুমিল্লা জেলা সমিতি ইতালীর আংশিক কমিটি ঘোষনা করা হয়। এসময় নবগঠিত কুমিল্লা জেলা সমিতির সভাপতি ফখরুল ইসলাম জানান সর্বোচ্চ ২১ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।