রায়খাইল খলাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট :: একুশ মানে নয়তো শুধু শহীদ বেদিতে দাঁড়ানো, একুশ মানে চেতনা নিয়ে মায়ের শত্রু তাড়ানো” এই স্লোগানে বাহান্নর চেতনা শাণিত করার প্রত্যয়ে বাঙ্গালীর অধিকার আদায়ের প্রথম সংগ্রামে ভাষার অধিকার অর্জনকে হৃদয়ে লালন করে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারে সিলেটের বিয়ানীবাজার রায়খাইল খলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শহীদদের শ্রদ্ধানিবেদন করা হয়।
বিদ্যালয়ের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান শিক্ষক শামসুল হক ,ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, সহকারী শিক্ষক ,ছাত্র/ছাতী সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।