সাঈদ কে হত্যার প্রতিবাদে বৃহত্তর রায়নগর এলাকা বাসীর উদ্যোগে বিক্ষোভ
বৃহত্তর রায়নগর এলাকাবাসীর উদ্যোগে শাহ মীর বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র আবু সাঈদ হত্যার প্রতিবাদে বৃহত্তর রায়নগর এলাকাবাসীর উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রায়নগর, মীরা বাজার, শাহী ঈদগাহ হয়ে দর্জিবন্দ এলকায় একটি পথ সভার মাধ্যমে শেষ হয়। সভায় বক্তব্য রাখেন বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সালাউদ্দিন আহমদ মামুন, শাহ মীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সহ সভাপতি এস, এম, শওকত আমীন তৌহিদ, এভারগ্রীন ক্রীড়া সংস্থার উপদেষ্টা তারেক আহমদ খাঁন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলম, আব্দুস শাকুর, কবির আহমদ, শিপলু আহমদ, কবির আহমদ (২), সুমন আহমদ, রুহেল ইসলাম, জুবের আহমদ, খালেদুর রহমান বাপ্পি, রুবেল ইসলাম, নির্ঝর রায়, সুমন আহমদ, শাহাল আহমদ, খোকন আহমদ, সাঈদ হোসেন, শেখ ওয়াহিদুজ্জামান সোহান, মুক্তু আহমদ, মুরাদ আহমদ, সৌরভ, সুকেস, আলমগীর, পল্লব, ফেরদৌস, মিজান, জিয়াব, বাতেন, সাব্বির, শাহ আলম, শওকত রঞ্জন, সুমন, বিশাল, শিপু, জামান, নায়েদ, কাওসার প্রমুখ। সভায় অবিলম্বে সাঈদ হত্যার সাথে জড়িতদের ফাসির দাবি জানান। বিজ্ঞপ্তি