সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচনে ১২ পরিচালক নির্বাচিত
সুরমা টাইমস ডেস্কঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে সিলেট নগরীর জেল রোডস্থ চেম্বার অব কমার্সের কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মীর মাহবুবুর রহমান। ব্যবসায়ীদের ভোটে পরিচালক পদে ১২ জন প্রার্থী বিজয়ী হয়েছে।
নির্বাচনে বিজয়ীরা হলেন- সালাহ্ উদ্দিন আলী আহমদ, খন্দকার সিপার আহমদ, আবু তাহের মো. শোয়েব, এজাজ আহমদ চৌধুরী, এনামুল কুদ্দুস চৌধুরী এনাম, মো. সহিদুর রহমান, নুরুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান ভূট্টো, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মো. মামুন কিবরিয়া সুমন ও মুকির হোসেন চৌধুরী।
পরিচালকদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে আমিরুজ্জামান চৌধুরী। তিনি ৬০৭ ভোট পেয়েছেন। এছাড়া সালাহ্ উদ্দিন আলী আহমদ ৫৯৫, এনামুল কুদ্দুছ চৌধুরী এনাম ৫৬৮, মো. ওয়াহিদুজ্জামান ভূট্টো ৫৫৩, খন্দকার সিপার আহমদ ৫৪২, এজাজ আহমদ চৌধুরী ৫০০, মো. মামুন কিবরিয়া সুমন ৪৮৪, আবু তাহের মো. শোয়েব ৪৩০, আমিরুজ্জামান চৌধুরী ৪১৭, মো. সাহিদুর রহমান ৪১৬, নুরুল ইসলাম ৩৯৭ ও মুকির হোসেন চৌধুরী ৩৫৯ ভোট পেয়েছেন।
২০১৩ সালের ২ অক্টোবর সিলেট চেম্বারের নির্বাচন হওয়ার কথা ছিল। দু’পক্ষের দ্বন্দ্বের কারনে আদালতের নির্দেশে দীর্ঘ ১৬ মাস চেম্বারের নির্বাচন স্থগিত ছিলো। এতে অচলাবস্থা দেখা দেয় সিলেটের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনে। অবশেষে ব্যবসায়ী নেতাদের দু’পক্ষ সমঝোতায় পৌঁছলে আদালত নির্বাচন আয়োজনের নির্দেশ দেয়। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান। তাকে সহায়তা করেন সিনিয়র সহকারি কমিশনার কামাল হোসেন ও সহকারি কমিশনার আনিছুর রহমান।
সিলেট চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল হক বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।