মুক্তিযোদ্ধাদের কল্যাণে বর্তমান সরকার আন্তরিক : শিক্ষামন্ত্রী

Nurul Islam Nahidসুরমা টাইমস রিপোর্টঃ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে আন্তরিক। আর তাই বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ বিল মওকুফ করেছে। তিনি বলেন, ১৯৭১ সালের আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলার সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা যদি পাক হানাদার বাহিনীর বিপক্ষে অবস্থান না নিত তাহলে আমাদের বাঙালি জাতি মুক্তির স্বাদ পেত না।
তিনি শুক্রবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন পরবর্তী আয়োজিত অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কমান্ডার মো. শহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোপাল চন্দ্র সরকার, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাছিব মনিয়া, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ কলা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বাবুল আক্তার, বারইগ্রাম ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রাজ্জাক, লুৎফুর রহমান লেবু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, মতিউর রহমান, সামছ উদ্দিন মাখন, আ’লীগ নেতা আহমদ হোসেন বাবুল, প্রভাষক আব্দুল খালিক, বিয়ানীবাজার শিক্ষক সমিতির সভাপতি মজির উদ্দিন আনসার প্রমুখ।