কোটি টাকায় টিপু সুলতানের আংটি বিক্রি

tipu--sultanসুরমা টাইমস ডেস্কঃ শেষ পর্যন্ত নিলামে এক কোটি ৮৯ লাখ ৯৫ হাজার ৮৭০ টাকায় (এক লাখ ৪৫ হাজার পাউন্ড) বিক্রি হয়ে গেল টিপু সুলতানের সোনার আংটি। অনেকেই মহীশূরের সুলতানের আংটিটি নিলামে তোলার বিরোধিতা করেছিলেন।তাঁদের দাবি ছিল, কর্নাটক সরকার, ভারত সরকার উদ্যোগ নিয়ে আংটিটি কিনে দেশে নিয়ে এসে যথাযথ সম্মান দিয়ে সংরক্ষণ করুক।কিন্তু তাঁদের আপত্তি, আবেগ হেরে গেল বাণিজ্যিক স্বার্থের কাছে। ব্রিটিশ নিলাম সংস্থা জানিয়েছে, ৪১.২ গ্রাম ওজনের ওই আংটির যে দর উঠতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, তার প্রায় ১০ গুণ দর হেঁকে সেটি কিনে নিয়েছেন এক ব্যক্তি।তবে তাঁর পরিচয় জানা যায়নি।
বিবিসি নিউজ-এর খবর, রত্নখচিত আংটিটির বিশেষত্ব হল, সেটির মধ্যে দেবনাগরীতে রামের নাম লেখা রয়েছে।মুসলিম সুলতানের আংটিতে হিন্দু দেবতার নাম থাকায় অনেকের মত, টিপু হিন্দু ধর্মের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল ছিলেন।তবে বিপরীত মতটি হল, উদ্ধত, স্বেচ্ছাচারী ছিলেন টিপু।জোর করে বহু হিন্দুকে ইসলাম গ্রহণে বাধ্য করেছিলেন।নিলামের লিস্টিং-য়ে বলা হয়েছে, মুসলিম যোদ্ধা হিন্দু দেবতার নাম লেখা আংটি পরতেন, এটাই বিস্ময়ের।
নিলামের লিস্টিং-য়েও বলা হয়েছে, মুসলিম যোদ্ধা হিন্দু দেবতার নাম লেখা আংটি পরতেন, এটাই বিস্ময়ের।১৭৯৯ সালে শ্রীরঙ্গপ্পট্টিনামের ।যুদ্ধে টিপু ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর হাতে নিহত হন। প্রাসাদের কাছে পড়ে থাকা মৃত টিপুর আঙুল থেকে সেই আংটি এক ব্রিটিশ অফিসার খুলে নিয়েছিলেন বলে অভিযোগ।
দুবছর আগে ওই আংটি নিলামে তোলার তোড়জোড় হয়েছিল।কিন্তু প্রতিবাদের মুখে সেটি তুলে নেওয়া হয় নিলামের তালিকা থেকে।
সেই আংটি আবার বেচে দেওয়ার উদ্যোগের কথা জানা মাত্র ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ-এর প্রফেসর এস শেট্টার হুঁশিয়ারি দেন, আংটিটি কোনও ব্যক্তির হেফাজতে থাকলে সেটি তিনি লুকিয়ে রাখবেন।আমজনতা সেটি দেখার সুযোগ থেকে বঞ্চিত হবে।তাই ভারত সরকার সেটি উদ্ধার করতে আইনি, কূটনৈতিক, যেখানে ।যত মঞ্চ আছে, সবগুলিকে কাজে লাগাক।সেবামূলক কাজকর্ম করেন যাঁরা, দেশের হয়ে তাঁদের আংটিটি কিনতে আহ্বান জানাক সরকার।
টিপু সুলতান ইউনাইটেড ফ্রন্ট নামে একটি সংগঠনও সরকারের কাছে আর্জি জানিয়েছিল, নিলাম ঠেকিয়ে আংটিটি দেশে নিয়ে আসা হোক।