ভারত সিরিজের জন্যে বাংলাদেশের প্রাথমিক দল
সুরমা টাইমস স্পোর্টসঃ ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্যে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ।এদের মধ্যে বেশিরভাগই ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে। তবে ভারতের বিপক্ষে অনুষ্ঠেয় সিরিজে প্রাথমিক দলে নতুন জায়গা পেয়েছেন ইমরুল কায়েস,নাঈম ইসলাম,আরাফাত সানি,মো.মিঠুন,সৌম্য সরকার ও শফিউল ইসলাম।
আগামী ১৩ জুন বাংলাদেশে আসবে ভারত।১৫, ১৭ ও ১৯ জুন তিনটি ম্যাচই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল:
মুশফিকুর রহিম,তামিম ইকবাল,সাকিব আল হাসান,মাহমুদউল্লাহ,রুবেল হোসেন,আল আমিন হোসেন,আবদুর রাজ্জাক,মাশরাফি বিন মুর্তজা,তাসকিন আহমেদ,এনামুল হক বিজয়,ইমরুল কায়েস,শামসুর রহমান,মুমিনুল হক, নাঈম ইসলাম,নাসির হোসেন,জিয়াউর রহমান,ফরহাদ রেজা,আরাফাত সানি,সোহাগ গাজী,মো.মিঠুন,সৌম্য সরকার,শফিউল ইসলাম ও সাব্বির রহমান।