কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশ : দেশে ফিরে আটক ৫
সুরমা টাইমস ডেস্কঃ অবৈধভাবে ভারত সফর করে দেশে ফেরার সময় ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোরে সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয় বলে বিজিবি সূত্র জানিয়েছে। আটককৃতদের জকিগঞ্জ থানায় সোর্পদ করেছে বিজিবি।
আটককৃতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার চতুল ইউনিয়নের কুড়ারপাড় গ্রামের মুজম্মিল আলীর ছেলে এহিয়া আহমদ (২৩), সাহাব উদ্দিনের ছেলে মিজানুর রহমান (২০), একই ইউনিয়নের লোহার গ্রামের নিমার আলীর ছেলে জহির উদ্দিন (২৫), নাকাইর গ্রামের মোবারক আলীর ছেলে কামাল আহমদ (২২) ও সিলেট শহরতলীর খাদিমপাড়া বালুটিকরের নূর মিয়ার ছেলে আব্দুর রউফ (২৬)।
বিজিবির আমলশীদ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ওমর ফারুক জানান, রবিবার ভোর পৌণে ৬টার দিকে সুরমা নদী সাঁতরিয়ে আমলশীদ এলাকা দিয়ে ভারত থেকে ওই পাঁচ যুবক বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। এসময় তাদেরকে আটক করা হয়। তাদের কাছে থেকে ২ হাজার ৫৮০ রূপি পাওয়া গেছে।
থানা হাজতে থাকা আটককৃতরা জানায় তারা শ্রমিক। প্রায় দুই মাস আগে বিনা পাসপোর্টে তারা কানাইঘাটের নালাখলা চতুল সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল কাজের সন্ধানে।