ফলোআপ : জকিগঞ্জে শিক্ষক করিমের আজ লাশ উত্তোলন

Karim Sir Zakigonjজকিগঞ্জ প্রতিনিধি: জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল করিম হত্যাকান্ডের ঘটনায় অবশেষে আজ বুধবার লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হবে। ১১ জুলাই দৈনিক সমকালে, দৈনিক সিলেট বানীসহ কয়েকটি জাতীয়,স্থানীয় পত্রিকায় “জকিগঞ্জে শিক্ষককের রহস্যজনক মৃত্যু, ধামাচাপাচর চেষ্টা” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনে তোলপাড় শুরু হয়। ঐদিনই পুলিশ শিক্ষক করিমের রক্তমাখা জামা উদ্ধার করলে মৃত্যু রহস্যের জট খুলতে শুরু করে। পরদিন করিমের ভাই সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের এস.আই শাকুর আহমদ, আব্দুর রহিম ও আব্দুর রহিমের স্ত্রী শেফা বেগমকে আসামী করে মামলা দায়ের করেন করিমের ছোট ভাইয়ের বধু রোজিনা বেগম। এ ঘটনায় শেফা বেগমকে আটক করলেও অন্যরা রয়েছে ধরা ছোয়ার বাহিরে।
এদিকে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, শিক্ষার্থী, সুশীল সমাজ ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল, মানববন্ধসহ নানা কর্মসুচী পালন করে।
জকিগঞ্জ থানাও ওসি জামশেদ আলম জানান, জকিগঞ্জের ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্টেট টিটন খীসার নেতৃত্বে পুলিশ লাশ উত্তোলন করা হবে।