জানাইয়া প্রবাসী জুবেদা রইছ আলী ট্রাষ্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গণমানুষের নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পেতে দোয়া কামনা

jubada roice trustলন্ডন থেকে কয়েস আলীঃ বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার সাবেক সংসদ এম ইলিয়াস আলীকে সুস্থ্যবস্থায় ফিরে পাওয়া কামনা করে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল করেছে ‘জানাইয়া প্রবাসী জুবেদা রইছ আলী ট্রাষ্ট ইউকে’। গত ২১ জুলাই সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইস্থ মসলা রেষ্টুরেন্টে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সভাপতি হাজী রইছ আলী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক আহবায়ক এম এ মালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি গোলাম রব্বানী, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, দপ্তর সম্পাদক ড. মুজিবুর রহমান, ব্যবসায়ী গোলজার আহমদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশা, বিশ্বনাথ ছাত্রদল যুবদল সমন্নয় পরিষদের সহ সভাপতি কবির মিয়া, সাধারণ সম্পাদক সেবুল মিয়া, কমিউনিটি নেতা হাজী জাহির আলী, কুটি মিয়া, বিশ্বনাথ এইড ইউকের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, বিএনপি নেতা এস এম লিটন, শামীম আহমদ, আব্দুল হক রাজ, একেএম সিদ্দিকুর রহমান, ফরিদ আহমদ, মছব্বির আলী, মেহের আলী, জুবের আলী, মাছিম আলী, ছালিক আহমদ, নেছার উদ্দিন, মেঘদাদ খাঁন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এম ইলিয়াস আলী নিখুজের ২৭ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সরকার তার কোন সন্ধ্যান দিতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, টিপাইমুখী বাঁধসহ দেশ বিরোধী সকল কার্যকলাপের রাজপথ কাপানো বীর পুরুষ এম ইলিয়াস আলীকে দেশী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে বন্ধী করে রাখা হয়েছে। সভায় বক্তারা অবিলম্বে এম ইলিয়াস আলীর সন্ধ্যানসহ মুক্তি দাবী করেন। সভায় বক্তারা জানাইয়া প্রবাসী জুবেদা রইছ আলী ট্রাষ্টের উদ্যোগে এম ইলিয়াস আলীর সুস্থ্যবস্থায় ফিরে পাবার দাবীতে দোয়া মাহফিল আয়োজনের জন্য ট্রাষ্ট নেতৃবৃন্দের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিশ্বনাথে এই ট্রাষ্টের মাধ্যমে বহুমুখি কার্যক্রমেরও ভূয়শী প্রশংসা করেন। বিশেষ করে রমজানের পূর্বে খাদ্যসামগ্রী বিতরনসহ জনসেবা মূলক কার্যক্রম করে এই ট্রাষ্ট এলাকার দারিদ্র বিমোচনে অসামান্য অবদান রাখায় ট্রাষ্টের সভাপতি হাজী রইছ আলীকে ধন্যবাদ জানানো হয়। সভার সমাপনী বক্তব্যে হাজী রইছ আলী ট্রাষ্টের আহবানে ইফতার মাহফিলে আসার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এম ইলিয়াস আলীর সন্ধ্যান দাবী করেন।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা জামাল উদ্দিন।