তনু হত্যা: ৫ সেনা সদস্যকে জিজ্ঞাসাবাদ

tonuডেস্ক রিপোর্টঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় পাঁচ সেনা সদস্যকে জিজ্ঞাসাবাদকে করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ৫ ঘন্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এই ৫ সদস্যের নাম প্রকাশ করা হয়নি।

সেনা সদস্যদের জিজ্ঞাসা করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (সিআইডি) আব্দুল কাহার আকন্দ পিপিএম। তার সঙ্গে ছিলেন সিআইডির সিনিয়র এএসপি এহসান উদ্দিন, কুমিল্লা ও নোয়াখালী বিভাগের সিআইডির পুলিশ সুপার ড. নাজমুল করিম খানসহ কুমিল্লা জেলা ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় কলেজ ছাত্রী ও নাট্যকর্মী তনুর লাশ পাওয়ার পরই এই ঘটনায় দেশব্যাপী তুমুল আন্দোলন চলছে। এরমধ্যে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়েছে। প্রথম ময়নাতদন্তে তনুকে ধর্ষণের আলামত না পাওয়ার কথা জানালে তুমুল সমালোচনা হয়।

জানা যায়, তনু হত্যার পর এ পর্যন্ত প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণসহ আগামী সপ্তাহের মধ্যে তনুর দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তিসহ মামলার দৃশ্যমান অগ্রগতি হতে পারে বলে সিআইডি সূত্রে জানা গেছে।