বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহকর্মীর মৃত্যু
স্টাফ রিপোর্টার :: বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। নিহত গৃহকর্মীর নাম- সীমা বেগম (১৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর গ্রামের মলাই মিয়ার কন্যা। বর্তমানে তিনি বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউপির আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর রহমানের বাড়িতে গৃহকর্মীর কাজ করে আসছিলেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, গৃহকর্মী সীমা টেলিভিশনের সুইচ টিপ দেয়ার সময় বিদ্যুৎস্পষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সীমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এসআই মোর্শেদ আলম।