ডেস্ক রিপোর্ট :: সিলেটের ফেঞ্চুগঞ্জের নিজামপুরে সিমা রানী দাস (৩৭) নামের এক গৃহবধু আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। তিনি নিজামপুর এলাকার নির্মল চন্দ্র দাসের স্ত্রী। গতকাল বুধবার সকাল ৯ টায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার নিজামপুর গ্রামের নির্মল চন্দ্র দাসের সাথে সিমার ২০০৯ সালে বিয়ে হয়। বুধবার বাড়ির সকলের অজান্তে গলায় ওড়না লাগিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। খবর পেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ দুপুর সাড়ে ১২ টায় লাশ উদ্ধার করে। পরে সিমার লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।