জাসদ নেতা হুমায়ুন চৌধুরীর মরদেহ গ্রহণ : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Press-03সুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সংগঠক, ষাট ও সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, যুক্তরাজ্য জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম নূরানী চৌধুরী (হুমায়ূন চৌধুরী)-র মরদেহ গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের সরাসরি লন্ডন-সিলেট ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসেন মরহুমের পুত্র হামিদ নেওয়াজ চৌধুরী বাবু।
বিশেষ সম্মান প্রর্দশন পূর্বক সিলেট ওসমানী বিমানবন্দরে মরহুমের লাশ গ্রহণ করেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট জেলা জাসদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা রফিকুল হক, সিলেট জেলা জাসদ সভাপতি হাজী মো. কলন্দর আলী, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, বাসদ সিলেট জেলা jasod-Humaunসমন্বয়ক আবু জাফর, সিলেট জেলা জাসদের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) কে এ কিবরিয়া চৌধুরী, সিলেট মহানগর জাসদের সাধারন সম্পাদক নাজাত কবির, সিলেট জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেব, প্রচার সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুল কিবরিয়া বকুল,জাসদ নেতা হুমায়ুন কবির, মো. আলা উদ্দিন।
এ ছাড়া মরহুমের স্বজন গোলাম রব্বানী চৌধুরী মইনুল, ভগ্নীপতি শিক্ষাবিদ কাজী বদরুল ইসলামসহ পরিবারের অন্যান্য ব্যক্তিবর্গ, জাসদ কেন্দ্রীয় কমিটি , সিলেট জেলা জাসদ ও মহানগর জাসদ, সিলেট মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠন মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ পুস্পস্তপক অর্পন করেন। বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরহুমের মরদেহ বিশেষ ব্যবস্থাপনায় এম্বুলেন্স যোগে মটর শোভাযাত্রা সহকারে সরাসরী গোলাপগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে নিয়ে আসা হয় এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ যথাযোগ্য মযার্দায় মরহুমের মরদেহ গ্রহন করেন।
তাৎক্ষনিক সভায় মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযুদ্ধা শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা জয়নাল মহসিন চৌধুরী, মুক্তিযোদ্ধা ওয়েছুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক প্রমুখ।
বাদ আসর বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে মরহুমের নামেজ জানাযা রনকেলী দক্ষিণভাগ শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় এবং যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় রনকেলীস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।