ট্রাফিক ডিসির অপসারণ দাবিতে হুমায়ূন চত্বরে ট্রাক চালকদের অবরোধ

20151023170922স্টাফ রিপোর্ট :: সিলেট নগরীর প্রবেশ মুখ হুমায়ূন রশীদ চত্বরে অবরোধ করেছেন ট্রাক চালকরা । শনিবার রাত ১১ টার দিকে অবরোধ শুরু করেন ট্রাক চালকরা। নগরীতে রাত ১০ টায় গাড়ি প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ও ট্রাফিক পুলিশের ডিসি নিখিল চাকমার অপসারণ দাবিতে তারা প্রবেশপথে অবস্থান নিয়েছেন বলে জানাগেছে। তাদের অবরোধের কারণে সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্নসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। সিলেট নগরীতে কোন যান প্রবেশ করতে পারছেনা। পাশাপাশি নগরী থেকে কোন গাড়ি বের হতেও পারছেনা। স¤প্রতি সিলেট ট্রাফিকের ডিসি নিখিল চাকমা নগরীতে ট্রাক প্রবেশের সময় রাত ১২ টা নির্ধারণ করেন। কিন্তু ট্রাক চালকরা রাত ১০ টার দিকে নগরীতে প্রবেশ করার দাবি করেছেন। এ দাবি না মানায় ট্রাক মালিক সমিতির ডাকে এ অবরোধে নামেন ট্রাক চালকরা।  অবরোধে অংশ নেওয়া ট্রাক চালক ও শ্রমিকরা ট্রাফিকের ডিসি মুসফেকুর রহমান ও এডিসি নিকোলিন চাকমার অপসারণ দাবি করেছেন। পাশাপাশি তারা রাত ১০ টার দিকে নগরীতে গাড়ি প্রবেশে বাধা উঠিয়ে নেওয়ার দাবিও করেছেন।

ট্রাক শ্রমিক সভাপতি দিলু মিয়া জানান, ট্রাফিকের ডিসি মুসফেকুর রহমান নগর ট্রাফিকে যোগ দেওয়ার পর থেকে শ্রমিক হয়রানী বৃদ্ধি পেয়েছে। নগর ট্রাফিকের অসৌজন্যমুলক আচরনে ও দায়িত্ব অবহেলার কারণে এ অবরোধ করা হয়। প্রতিটি পয়েন্টে ট্রাক শ্রমিকরা হয়রানীর শিকার হচ্ছেন। পরে প্রশাসনের পক্ষ থেকে এ সবের সুষ্ট সমাধান দেওয়ার আশাস দেওয়ার পর অবরোধ তুলা হয়। আজ ট্রাফিকের ডিসি অপসারনের দাবীতে কোম্পানিগঞ্জ রাস্তা সংস্কারের দাবী দাওয়া সম্বলিত স্বারকলীপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হবে।