গোয়াইনঘাটে জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচন করতে প্রশাসন সচেষ্ট থাকবে

3গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটরে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন অবাদ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় প্রশাসনের সর্বাত্তক প্রচেষ্টা অব্যাহত থাকবে। নির্বাচনী আচরণ বিধি লঙ্গনকারীকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন শান্তির্পুন নির্বাচন উপহার দিতে সরকার ও নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। তাই আইন শৃংখলাবাহিনীর সদস্যরা সার্বক্ষনিক মাঠে থাকবে। তিনি সুষ্ট নির্বাচন পরিচলানায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। গতকাল শনিবার গোয়াইনঘাট উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্যদের সাথে আচরনবিধি এবং আইনশৃংখলা সক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন’র সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তেব্যে সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী সর্বাক্ষনিক সচেষ্ট থাকবে। কোন অপরাধী আমাদের কাছে আশ্রয় পাবেনা। বিশৃংখলা সৃষ্টিকারীদের কঠোরহাতে দমন করা হবে। প্রত্যেক কেন্দ্রে ৮জন করে পুলিশ থাকবে, ঝুকির্পুণ কেন্দ্রে ১৫জন করে পুলিশ থাকবে, প্রত্যেক ইউনিয়নে ১জন ম্যাজিষ্টেটসহ ৩টি মোবাইল টিম থাকবে। এছাড়া র‌্যাব, বিজিবি ও আনসার ভিডিবির পর্যাপ্ত পরিমান সদস্য থাকবে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবীরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নয়মুল হাসান, র‌্যাব প্রতিনিধি এ.এস.পি খায়রুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসি গোয়াইনঘাট মোঃ দেলোয়ার হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া হেলাল, রফিকুল ইসলাম, লুৎফুর রহমান লেবু, আবুল কাশেম, আবুল কালাম আজাদ, ফয়জুল ইসলাম, এম.এ রহিম, হোসেন আহমদ, মাসুক আহমদ, মনসুর আহমদ বাবুল, জামাল উদ্দিন, খালেদুর রহমান, আমিনুর রহমান চৌধুরী, রফিকুল ইসলাম শাহপরান, হাজী খলিক, রফিকুল ইসলাম, ছয়ফুল আলম, লোকমান উদ্দিন, শামছুদ্দিন, মিনহাজ উদ্দিন, লোকমান শিকদার, মনোয়ারা বেগম, গোয়াইনঘাট প্রেসক্লাব সেক্রেটারী এম.এ মতিন, রির্টানিং অফিসার আনিছুজ্জামান ও আবুল হোসেন, প্রিসাইডিং অফিসার রফিকুল ইসলাম প্রমুখ। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মকবুল হোসেন।