বিশ্বনাথে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত ২

  IMG_1662 copyস্টাফ রিপোর্টার ::  সিলেটের বিশ্বনাথে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের হামলায় মহিলাসহ ২ জন আহত হয়েছেন। উপজেলার সদলপুর গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জগন্নাথপুর উপজেলা জিগলী গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী রাহিমা বেগম (৩৮) ও রিকশা চালক আবুল কালাম খান (৩৭)। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের বসতবাড়ি বিক্রি করে বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ বাজারস্থ দবিরুল ইসলামের বাসা ভাড়া নিয়ে প্রায় ৫ বছর ধরে স্ব-পরিবারে বসবাস করেছেন রমজান আলী। রমজান আলী মৃত্যুবরণ করার পর বিধবা রাহিমা বেগম ৩ সন্তান নিয়ে ওই বাসাই বসবাস করতে থাকেন। স্বামীর বসত বাড়ি বিক্রি থেকে প্রাপ্ত টাকা থেকে ৩ লাখ টাকা স্বামীর মুত্যুর প্রায় ২ বছর পর বিশ্বনাথ উপজেলার সদলপুর গ্রামের সিতাব আলীকে ধার  হিসেবে দেন রাহিমা বেগম। একাধিকবার সিতাব আলী তারিখ করেও টাকা পরিশোধ করছেন না বলেও অভিযোগ রাহিমার। বিষয়টি রাহিমা বেগম এলাকার মুরব্বীদেরকেও অবগত করেন। এঘটনাকে কেন্দ্র করে আলাপুর গ্রামের দবিরুল ইসলাম ও সদলপুর গ্রামের সিতাব আলীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।