ডেস্ক রিপোর্ট :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার সন্ধ্যায় র্যাবের একটি টিম মেডিকেল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত ফয়েজ আহমদ (২৪) সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৪৮ বোতল ভারতীয় অফিসার্স পাওয়া গেছে।