নবীগঞ্জের কসবা ফেরী নদী ও বিবিয়ানা নদী মৎস্য অভয়ারন্য প্রকল্পের ২০ লাখ টাকার মাছ লুট

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ
নবীগঞ্জ উপজেলার কসবা ফেরী নদী ও বিবিয়ানা নদী মৎস্য অভয়ারন্য প্রকল্পের অন্তত ২০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের বিবিয়ানা গ্যাস ফিল্ডের সংলগ্ন কসবা ফেরী নদী ও বিবিয়ানা নদীটি কসবা মৎস্যজীবি সমিতি সরকারের কাছে থেকে দীর্ঘ মেয়াদী লীজ গ্রহন করে রুই, কাতলা, কার্প, ঘাগট ও বোয়াল মাছ চাষ করে। এবং সরকারী ভাবে বিবিয়ানা নদীটিকে অভয়ারন্য প্রকল্প হিসাবে ঘোষনা করেন। শনিবার এলাকার রাধাপুর, জামার গাঁও, ফাদুল্লাগ্রামের কয়েকশ যুবক লাটিসোটা নিয়ে ফলোবায়া উৎসবে মেতে উঠে প্রকল্পের সম্পূর্ন মাছ লুটপাট করে নিয়ে যায়। এসময় লীজগ্রহনকারীরা বাঁধা প্রদান করলে তাদেরকে মারপিট করার ও অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কসবা মৎস্যজীবি সমিতির পরিচালক প্রানেশ সরকার বলেন, তার প্রকল্পের প্রায় ২০ লাখ টাকার মাছ লুট করা হয়েছে। তিনি নবীগঞ্জ থানায় মামলা দায়ের করবেন। এ ব্যাপারে রাধাপুর, জামারগাও ও ফাদুল্লা গ্রামবাসী জানান, প্রতি বছরের ন্যায় ওই নদীতে ফলো উৎসবে যাওয়ার পর লীজ গ্রহিতার বাধার কারনে নদীতে মাছ ধরা দুরের কথা পলো ফেলা হয়নি।