মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট পালিত
মৌলভীবাজার প্রতিনিধি: তিন দফা দাবিতে সিলেট বিভাগের চার জেলায় পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয়। মঙ্গলবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ধর্মঘট চলে। ধর্মঘট চলাকালে ঢাকাসহ সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ ছিল। ফলে সাধারণ যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানির ২৩ পরিবহন শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদ, সুনামগঞ্জে বিএনপি নেতা মুজিবুর রহমান ও তার গাড়ি চালক সোহেলকে উদ্ধার ও চালক স্বপন জাহাঙ্গীরের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এ ধর্মঘট আহবান করা হয়।