সুমন’র এম ফিল ডিগ্রি লাভ
ডেস্ক রিপোর্ট :: সুমন শেখর দে এম ফিল ডিগ্রি লাভ করেছেন। যুক্তরাজ্যের স্বনামধণ্য কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সটি থেকে বিজনেস ম্যানেজম্যান্ট’র উপর তিনি এ ডিগ্রি লাভ করেন।
সুমন ২০১০ সালে ব্রিটিশ সরকারের স্কলারশিপ পেয়ে যুক্তরাজ্যে যান। তিনি ইউনিভার্সিটি অব হাডারসফিল্ড থেকে ¯œাতক ও সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে হল্যান্ড’র নামকরা কোম্পানি ফিলিপস এ বিজনেস কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন।
সুমন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুধাংশু শেখর দে ও কৈতক হাসপাতালের কর্মকর্তা হাসি রানী দত্ত’র ছেলে। সুমন ছাতক উপজেলাবাসীসহ দেশবাসীর কাছে আশীর্বাদ প্রার্থী।