সিলেট সদরের ৮ ইউনিয়নে আ’লীগ-বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

BNP UP Chairman Candidatesডেস্ক রিপোর্টঃ সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আ’লীগ-বিএনপি। বৃহস্পতিবার রাতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নে মো. ইসলাম উদ্দিন মেম্বার, ২ নং হাটখোলা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. আজির উদ্দিন, ৩ নং খাদিমনগর ইউনিয়নে মো. ইলিয়াছ আলী মেম্বার, ৪ নং খাদিমপাড়া ইউনিয়নে ফারুক আহমদ মেম্বার, ৫ নং টুলটিকর ইউনিয়নে কাজী মুহিবুর রহমান, ৬ নং টুকেরবাজার ইউনিয়নে শহীদ আহমদ, ৭ নং মোগলগাঁও ইউনিয়নে মাশুক মিয়া ও ৮ নং কান্দিগাঁও ইউনিয়নে আহমদ আলীকে বিএনপির প্রার্থী করা হয়েছে। তারা ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসভবনে এক সভায় প্রার্থীদের নাম ঘোষণাকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, মাহবুবুর রব ফয়ছল, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী, আজমল বখত সাদেক, মঈন উদ্দিন সুহেল, মাহবুব চৌধুরী, সিদ্দিকুর রহমান পাপলু, সদর উপজেলার সভাপতি আফরুজ মিয়া, সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কাওছার চৌধুরীসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
এদিকে আওয়ামীলীগ থেকে সিলেট জেলার সদর উপজেলার জালালবাদ ইউনিয়নে আশ্রাব আলী, হাটখোলা ইউনিয়নে খুর্শিদ আহমদ, খাদিমনগর ইউনিয়নে মো. তারা মিয়া, টুলটিকর ইউনিয়নে মো. আব্দুল মোছাব্বির, টুকেরবাজারে মো. আলতাফ হোসেন, মোগলগাঁওয়ে মো. হিরন মিয়া, কান্দিগাঁওয়ে মো. নিজাম উদ্দিন, খাদিমপাড়া ইউনিয়নে মো. নজরুল ইসলাম বেলাল এর নাম জানা গেছে।
এর আগে সিলেট জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ তৃণমূলের ভোটের ভিত্তিতে প্রার্থীদের তালিকা কেন্দ্রে প্রেরণ করেন।