ছাতকে পুলিশের উপর ‘চোর’র হামলায় চোরের মা ও স্ত্রী জেল-হাজতে

policeডেস্ক রিপোর্টঃ ছাতক শহরে পুলিশের উপর চোরের হামলার ঘটনায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ছাতক থানার এএসআই সোহেল রানা বাদী হয়ে চোর সর্দার ইদ্রিস আলীকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলায় চোর ইদ্রিস আলীর মা আনোয়ারা বেগম ও স্ত্রী হাসিনা বেগমকে গ্রেফতার দেখিয়ে সকালে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি ইদ্রিসকে গ্রেফতার করতে গত বুধবার ভোর রাতে পৌরসভার ৭নং ওয়ার্ডের সামছুন নাহার আবাসিক এলাকার বস্তিতে যায় পুলিশ। এসময় চোরদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত হন।
এব্যাপারে ছাতক থানার ওসি আশেক সুজা মামুন জানান, চোর সর্দার ইদ্রিস এখনও পলাতক রয়েছে। তাকে ধরতে জোর চেষ্টা চলছে।