ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ : নয় ঘণ্টা পর ফের চালু

ferriডেস্ক রিপোর্টঃ কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাউড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ হয়। উভয় নৌরুটে পারাপারের অপেক্ষায় যানবাহন। পাটুরিয়া ফেরি ঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান,  যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ছোট বড় ছয়টি ফেরি।
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি সার্ভিস নয় ঘণ্টা পর বুধবার সকাল ১০টায় সচল হয়েছে। ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শাহ মো. খালেদ শাহ নেওয়াজ গণমাধ্যমকে জানান, হঠাৎ রাত ১টায় কুয়াশার চাদরে ঢাকা পড়ে। এ সময় নৌ-চ্যানেলের মার্কিং বয়াবাতি দৃষ্টিহীন হওয়ায় ফেরি পারাপার বন্ধ হয়ে যায়।মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ৬টি ফেরি দুর্ঘটনা এড়াতে মাঝ পদ্মায় নোঙর করতে বাধ্য হয়। কুয়াশা কেটে যাওয়ার পর বুধবার সকাল ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।এদিকে দীর্ঘ ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে নাইট কোচসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ছোট-বড় যানবাহন আটকা পরে। যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে পারাপার স্বাভাবিক হওয়ার পর যানজট হ্রাস পাচ্ছে।