বড়লেখায় প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড : ২৫ লাখ টাকার ক্ষতি

House on Fire Sylhetবড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ১ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার সুজানগর ইউপি’র উত্তর সুজানগর গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী সিরাজ উদ্দিনের তালাবদ্ধ ৫টি ঘর আগুনে পুড়ে গেছে। এছাড়া পাশ্ববর্তী রিয়াজ উদ্দিন ও এখলাছ উদ্দিনের ২টি ঘরে আগুন ছড়িয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও বড়লেখা ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে কাতার প্রবাসী সিরাজ উদ্দিনের বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। পথচারীরা আগুন দেখে চিৎকার শুরু করলে লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় সিরাজ উদ্দিনের ভাই আব্দুল আহাদ, রিয়াজ উদ্দিন ও পাশ্ববর্তী এখলাছ উদ্দিনের বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বড়লেখা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, গত তিন দিন ধরে তারা আত্মীয়ের বিয়েতে কুলাউড়ায় ছিলেন। এ সময় তাদের ঘর তালাবদ্ধ ছিল। তাদের দাবি, বসত ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়ে মালামালসহ অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া পাশ্ববর্তী রিয়াজ উদ্দিন ও এখলাছ উদ্দিনের ২টি ঘরে আগুন ছড়িয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. আজিজুল হক মঙ্গলবার বিকেলে অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে মোট ৭টি ঘরের মালামাল পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।