সুরমা টাইমস ডেস্কঃ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে ছোট বিমান সেসনা-২০৬ বিধ্বস্তে পাঁচজন স্কাইডাইভার নিহত হয়েছেন। শনিবার সকালে ক্যাবুলচার এয়ারফিল্ডে ছয়জন স্কাইডাইভার নিয়ে বিধ্বস্ত হলে এর পাঁচজনই নিহত হন। পাঁচজনের মধ্যে একজন পাইলট, ২ জন প্রশিক্ষক এবং ২ জন শিক্ষার্থি ছিলেন বলে জানা গেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। ঘটনার পর পরই পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে নিহত স্কাইডাইভারদের ও কোম্পানির নাম এবং বিধ্বস্তের কারণ এখন পর্যন্ত জানাতে পারেনি পুলিশ। এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনা প্রত্যক্ষ করে এক প্রশিক্ষক মন্তব্য করেছেন, তিনি তার জীবনে এভাবে বিমান বিধ্বস্তের ঘটনা আর কোনো দিন দেখেননি।