মর্যাদার লড়াইয়ে হেরে গেলেন নাছির, বিজয়ী সুরঞ্জিত

Nasir-Suronjeetজুবের সরদার দিগন্ত, দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরীর নিজ সহোদর মঈন উদ্দিন চৌধুরী মাসুককে প্রার্থী দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে এলাকার নির্বাচিত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মনোনিত প্রার্থী মোশারফ মিয়ার নৌকা প্রতীকের সাথে মোট ৯শত আটার ভোটে পরাজিত হন। পৌরসভার মোট ১২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোশারফ মিয়ার প্রাপ্ত ভোট ৭ হাজার ৪ শত বিয়াল্লিশ এবং নাছির উদ্দিন চৌধুরী ও বিশ দলীয় জোটের মনোনীত প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী মাসুকের প্রাপ্ত ভোট ৬ হাজার ৫ শত ছব্বিশ ভোট। গতকাল বুধবার অনুষ্ঠিত নির্বাচনে সুরঞ্জিত সেনগুপ্ত দিরাই পৌরশহরের ৭নং ওয়ার্ডের ভোটার হিসেবে দিরাই উচচ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ও নাছির উদ্দিন চৌধুরী ৮নং ওয়ার্ডের ভোটার হওয়ার দিরাই পৌরশহরের হাজি মাহমুদ মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন।
উল্লেখিত গত উপজেলা নির্বাচনে নাছির উদ্দিনের মনোনিত তিন প্রার্থীর বিজয় সুরঞ্জিত সেনগুপ্তের মর্যাদার হানী করলেও উপজেলার ভাটিপাড়া উপনির্বাচনে নিজের মনোনিত প্রার্থীর বিজয় ও পৌর নির্বাচনে নৌকা প্রতীকে মোশারফ মিয়ার বিজয়ে মর্যাদা ফিরেপান সুরঞ্জিত।