নির্বাচনী প্রচারণায় নিষিদ্ধ পলিথিনে সয়লাব!

Golapgonj-Pouroshovaগোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। পৌর এলাকায় বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, মেয়র প্রার্থীরা তাদের নির্বাচনী পোষ্টার দীর্ঘস্থায়ী রাখতে নিষিদ্ধ পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছেন।

পৌর শহরের মগজেই নিষিদ্ধ পলিথিন দিয়ে নিজ নির্বাচনী পোষ্টার ঝুলিয়ে রাখছেন বর্তমান মেয়র ও সরকার দলীয় মেয়র প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু, ৪ নং ওয়ার্ডে নির্বাচনী পোষ্টার ঝুলিয়ে রাখছেন সতন্ত্র মেয়র প্রার্থী আমিনুর রহমান লিপন।

এছাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রার্থীদের নির্বাচনী পোষ্টার নিষিদ্ধ পলিথিনে ঝুলিয়ে রাখতে দেখা গেছে। পৌরসভার ৪নং ওয়ার্ড পৌর এলাকা গোলাপগঞ্জ উপজেলা পরিষদের মূল ফটকের সামনসহ বিভিন্ন স্থানে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

আগেকার নির্বাচনগুলোতে দেখা যেত বিভিন্ন বাসা-বাড়ি, দোকান কোঠায় প্রার্থীদের পোষ্টার লিফলেট লাগানো থাকতো। এখন সেগুলো আর দেখা যায় না। এগুলোর বদলে ডিজিটাল স্টিকার এবং কার্ড ব্যবহার করা হয়।

নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমানের সাথে কথা বলে জানা যায়, নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ব্যাপারে সুস্পষ্ট কোন বিধি নিষেধ উল্লেখ নেই।