স্টাফ রিপোর্টার: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। মুমুর্ষ আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের নাম মুহিদুর রহমান (২৮), তিনি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সিংপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার রাত ১২ টায় সিংপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতের বড় ভাই আজিজুর রহমান জানান, একই গ্রামের বাবুল, মন্নান, অদুদ, হেকিম, মুমিন, খালেদসহ ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি রাতে আচমকা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মুহিদুরের উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। পরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। মুহিদুর হাসপাতালের ৩য় তলার ১১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।