আল-কোরআন ই মানুষের জীবনে শান্তি আনতে পারে

সুজানগর তাফসির মাহফিলে মাওঃ কামরুল সাঈদ আনসারী

pic. tafsir mahfilজুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ প্রতিটি মানুষের একমাত্র জীবন ব্যবস্থা হলো আল-কোরআন তাই এই কোরআনকে মানুষ আকড়ে ধরলে পৃথিবীতে একমাত্র শান্তি আসতে পারে। অন্যতায় কোনদিন শান্তি আসবে না । কোরআনের সাথে যারা বেয়াদবী করবে তারা পৃথিবী ও আখেরাতে শান্তি পাবে না । বিশ্বের যেখানে জালিমদের অত্যাচার-নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল সেখানেই তাদের পতন হয়েছিল। জালিমরা বিশ্বের কোথাও টিকে থাকতে পারেনি ,পারবেওনা। পৃথিবীতে হক ও বাতিলের দ্বন্দ চিরদিন তাকবে। আর আল্লাহ একমাত্র হক বা সত্যকেই বিজয়ী করবেন, এটা তাঁর ওয়াদা। বড়লেখা উপজেলার আজিমগঞ্জ সুজানগর ইসলামী সমাজ কল্যান পরিষদের উদ্যোগে পরিষদের সভাপতি লিয়াকত হাসানের পরিচালনায় ২০,২১,ও ২২ ডিসেম্বর তিন দিনব্যপি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথির তাফসির পেশকালে মাওঃ কামরুল ইসলাম সাঈদ আনসারী পীরসাহেব, মাধারিপুর উপরোক্ত কথাগুলো বলেন। এছারাও তাফসির পেশ করেন মাওঃ আব্দুল মান্নান আনসারী, মাওঃ মুজাহিদুল ইসলাম ফারুকি, ঢাকা, ও মাওঃ মামুন সাঈদি, কুমিল্লা,প্রমুখ। উল্লেখ্য যে, সমাপনি দিবসে সকালে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্টিত হয়। (ছবি সংযুক্ত)