বিশ্বব্যাংক থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন

SSCডেস্ক রিপোর্টঃ সিলেট মহানগরীর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (বর্জ্য ব্যবস্থাপনা) সেক্টরের উন্নয়নের লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনকে ১০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক। মিউনিসিপ্যাল গভর্নেন্স সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) এর আওতায় এই টাকা বরাদ্দ করা হচ্ছে।
এছাড়াও সিটি কর্পোরেশন এলাকার আরও একটি বৃহৎ প্রকল্প ও ৯টি সাব প্রজেক্টে ১০০ কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রক্রিয়া শুরু করেছে বিশ্বব্যাংক। এই অর্থও এমজিএসপি প্রকল্পের আওতায় বরাদ্দ করা হবে। এমজিএসপি এর প্রতিনিধিদল সিলেট সফরকালে এসব তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার থেকে শনিবার তিনব্যাপী সিলেট সফরকালে এমজিএসপি এর ৮ সদস্যের প্রতিনিধিদল সিলেট সিটি কর্পোরেশন প্রস্তাবিত প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শন করেন। এছাড়াও সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রকৌশল শাখাসহ সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে বৈঠক করেছে প্রতিনিধিদল।
৮ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রজেক্ট ডিরেক্টর শেখ মোজাক্কা জাহের ও টিম লিডার জোয়ান গনজালেস। সরেজমিন পরিদর্শনকালে প্রতিনিধিদল প্রকল্পগুলোর অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত এবং টেকনিক্যাল দিকসহ সামগ্রিক বিষয় খতিয়ে দেখেন।
এই ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, সিলেট সিটি কর্পোরেশনকে একটি শুভ সংবাদ দিয়েছে বিশ্বব্যাংক। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে নারায়নগঞ্জ ও টাঙ্গাইলের সাথে সিলেট সিটি কর্পোরেশনকেও তারা অর্ন্তভুক্ত করেছে। এই প্রকল্পের আওতায় সিলেট সিটি কর্পোরেশনকে ১০০ কোটি টাকা বরাদ্দের নিশ্চয়তা পাওয়া গেছে।২০১৬ সালের শুরু থেকে পর্যায়ক্রমে এই অর্থ পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এনামুল হাবীব। এমজিএসপি প্রতিনিধিদলের সাথে ফলপ্রসু বৈঠক হয়েছে জানিয়ে এনামুল হাবীব আরও জানান, এই প্রকল্প ছাড়াও মহানগরীর হুমায়ুন রশীদ স্কোয়ার থেকে ক্বীনব্রিজ পর্যন্ত সড়ক ফোরলেন প্রকল্প এমজিএসপি এর আওতায় বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
হুমায়ুন রশীদ স্কোয়ার টু ক্বীনব্রিজ সড়ক ফোরলেন প্রকল্পে ৩৫ কোটি টাকা ব্যয় হবে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ভারপ্রাপ্ত নুর আজিজুর রহমান। প্রকল্পের স্থান পরিদর্শনসহ সামগ্রিক সবকিছ বিবেচনা করে এমজিএসপি প্রতিনিধিদল এই প্রকল্পেও ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান তিনি।
এই প্রকল্প ছাড়াও সিলেট মহানগরীর উন্নয়নের লক্ষ্যে আরও ৯টি সাব প্রজেক্ট বাস্তবায়নের জন্য এমজিএসপি-কে প্রস্তাব দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৬৫ কোটি টাকা।
সরেজমিন পরিদর্শনশেষে এই দুই প্রকল্পেও ১০০ কোটি টাকা বরাদ্দের ব্যাপারে আশাব্যঞ্জক সাড়া দিয়েছে এমজিএসপি প্রতিনিধিদল-জানালেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান।