শাবির আবাসিক হলে সাপ : আতঙ্ক

sust hallসুরমা টাইমস ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী আবাসিক ছাত্র হলের তৃতীয় তলার ৩০০৮ নং রুমে একটি সাপ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে হলের ঝাড়ুদার শাহীন মিয়া ওই রুম পরিষ্কার করতে গেলে সাপটি দেখতে পান। শাহিন তৎক্ষনাত সাপের অবস্থান সম্পর্কে অন্যদের জানালে হলে অবস্থানরত ছাত্ররা ছুটে এসে সাপটিকে ঘিরে রাখে এবং এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে সাপটি মেরে ফেলেন।
হলে সাপের অবস্থান এবং মেরে ফেলার পর থেকে অন্য হলে অবস্থানরতদের মধ্যে অজানা আতঙ্ক দেখা দিয়েছে। তারা তাদের রুমে সাপ থাকতে পারে এমন আশংকা নিয়ে নিজ নিজ রুম পরিষ্কার করছেন।
জানা যায়, ওই রুমটি দীর্ঘ দিন থেকে পরিত্যক্ত অবস্থায় ছিলো। কেউ অবস্থান না করায় হয়তো নিরিবিলি হওয়ায় সাপটি আশ্রয় নিয়েছে। এমনটি ধারনা করছেন হলের শিৰার্থীসহ অন্যরা। মৃত সাপটি দেখে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীন এক্সপ্লোরার সোসাইটির সভাপতি অনিমেষ ঘোষ বলেন, সাপটির নাম ঘোরগিন্নি। তবে এটি বিষাক্ত নয় বলে জানান এই পরিবেশ সংগঠক।